অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী ২৮ শে সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিকে আরো ৫৪ জনকে চাকরী দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রশ্ন ভুল থাকার জন্য বাড়তি নম্বর দেওয়ায় ওই ৫৪ জন চাকরী পাওয়ার যোগ্য বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষায় ওই ৫৪ জন অংশ নিয়েছিলেন। ভুল প্রশ্নপত্রগুলিতে যেসব পরীক্ষার্থী উত্তর দিয়েছেন তাদের পুরো নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী ওই টেট উত্তীর্ণদের নম্বর বাড়ে। আর প্রশিক্ষিত নন এমন আরো অনেকে চাকরী পেয়েছেন। কিন্তু তাতেও তাদের নিয়োগ করা হলো না কেন এই নিয়ে বনলতা সমাদ্দার আদালতের দ্বারস্থ হয়ে নিয়োগের দাবীতে মামলা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
সোমবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২৩ জন টেট উত্তীর্ণকে ২৩ দিনের মধ্যে চাকরীর নির্দেশ দিয়েছিলেন। এমনকি শূন্যপদ না থাকলে প্রয়োজনে শূন্যপদ তৈরী করে মামলাকারী ২৩ জনকে চাকরী দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এমনকি তারা চাকরী পেয়েছেন কি না পরবর্তী শুনানির দিন আদালতকে তা জানাতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here