নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের নানুরের সাঁতরা গ্রামে বশির শেখ নামে এক জন যুবককে চেন ও শাবল দিয়ে পিটিয়ে পিটিয়ে খুন করার ঘটনার দুই দিনের মধ্যে পুলিশ শেখ চাঁদ, শেখ মহিউদ্দিন ও বাবর আলি শেখকে গ্রেফতার করেছেন। এই তিন জনই তৃণমূলকর্মী।
![]()
অভিযোগ উঠছে যে, বশির তৃণমূল ছাড়ার পর বিভিন্ন মামলায় ফাঁসানো হয়। বার বার তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হতে থাকে। কিন্তু তাতেও সে সক্রিয় রাজনীতিতে যুক্ত না হওয়ায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে উঠেছে।
পরিবারের তরফ থেকে দাবী করা হয়েছে যে, শুক্রবার বশিরকে গ্রামের রাজা শেখ এবং খেলোন শেখ নামে দুই জন তৃণমূল নেতা বাড়ি থেকে ডেকে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করাতে বশির মারা যান। এরপর তার দাদা নাসিম শেখ নানুর থানায় মোট ১৪ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2024/07/6192024134344.jpg)
- Sponsored -
![]()
পুলিশ ওই অভিযোগ পাওয়ার দু’দিনের মধ্যেই শেখ চাঁদ, মহিউদ্দিন ও বাবর আলিকে গ্রেফতার করে আজ বোলপুর আদালতে হাজির করানো হলে পুলিশ তদন্তের স্বার্থে অভিযুক্তদের সাত দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন।
![]()