Indian Prime Time
True News only ....

বন্ধুর মা’র দেওয়া পানীয় খেয়ে মৃত্যু হলো ১ ছাত্রের

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিউজ ডেস্কঃ পুদুচেরিঃ পুদুচেরির করাইকাল এলাকায় অষ্টম শ্রেণীর পড়ুয়াকে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খুনের অভিযোগ উঠেছে তার এক সহপাঠীর মা’র বিরুদ্ধে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

পড়ুয়ার বাবা রাজেন্দ্রন অভিযোগ করেছেন যে, গত শনিবার সে বার্ষিক অনুষ্ঠানের প্রস্তুতিতে যোগ দিতে বিদ্যালয়ে গিয়েছিল। কিন্তু বিকেলবেলা বাড়ি ফেরার পর বমি করতে শুরু করলে বাড়িতে জানায় যে, বিদ্যালয়ে দারোয়ানের কাছ থেকে ঠান্ডা পানীয় খাওয়ার পর থেকেই বমি হচ্ছে
তারপর ওই পড়ুয়াকে শীঘ্র করাইকাল সরকারী হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। এদিকে বিদ্যালয়ের তরফে অভিভাবককে জানানো হয় যে, ওই পড়ুয়া ঠান্ডা পানীয় বাড়ি থেকেই খেয়ে বিদ্যালয়ে গিয়েছিল। কিন্তু তার বাবার দাবী, ‘‘বিদ্যালয়ে পাঠানোর আগে ওকে আমরা কোনো ঠান্ডা পানীয় দিইনি।’’
এরপরেই বিদ্যালয়ের দারোয়ান দেবদাসের সাথে কথা বলায় জানা যায় যে, ওই পড়ুয়ার আত্মীয়ের পরিচয় দিয়ে সকায়া রানি ভিক্টোরিয়া নামে এক জন মহিলা ঠান্ডা পানীয় দিলে সেই মতো সেও ওই পড়ুয়াকে ঠান্ডা পানীয় দেন। সিসিটিভি ফুটেজেও গোটা দৃশ্য ধরা পড়েছে। সকায়ার সন্তানরাও মৃত পড়ুয়ার সাথে এক শ্রেণীতেই পড়ে।
এই ঘটনায় মৃত পড়ুয়ার বাবা ওই মহিলার নামে করাইকাল থানায় ঠান্ডা পানীয়ে বিষ মিশিয়ে ছেলেকে খুন করার অভিযোগ দায়ের করেছেন। পুলিশও অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছেন। এর পাশাপাশি এই ঘটনা ঘটালেন কেন ও ঠান্ডা পানীয়তে ঠিক বিষ মেশানো হয়েছিল কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে। 

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored