নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ গতকাল মহারাষ্ট্রের পালঘরের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরবেলা সাইরাস আমদাবাদ থেকে মুম্বইয়ে মার্সিডিজে করে ফিরছিলেন।
আর ৩ টে ১৫ মিনিট নাগাদ পালঘরের কাছে সূর্য নদীর সেতুর উপরে গাড়ি ডিভাইডারে ধাক্কা মারতেই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এটি একটি দুর্ঘটনা। তাঁর সাথে গাড়িতে আরো দু’জন ছিলেন। ওই দু’জন আহতদের উদ্ধার করে গুজরাতের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, ২০০৬ সালে টাটা সন্স বোর্ড থেকে সাইরাসের বাবা পালোনজি মিস্ত্রি অবসরের পর সাইরাস টাটা বোর্ডে যোগ দেন। ছ’বছর পর ২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা সরে যান। এরপর তিনি সেই পদে আসেন। সাইরাস সাপুরজি পালোনজি গোষ্ঠীর প্রতিনিধি।
Sponsored Ads
Display Your Ads Here
সাইরাসের হাতে টাটা সন্সের সবচেয়ে বেশী শেয়ারও ছিল। ২০১৬ সাল অবধি তিনি চেয়ারম্যান পদে ছিলেন। ওই বছরেই টাটা সন্স বোর্ড সাইরাসকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে নটরাজন চন্দ্রশেখরনকে সেই দায়িত্ব দেয়।
Sponsored Ads
Display Your Ads Here