নিজস্ব সংবাদদাতাঃ লুধিয়ানাঃ প্রতিবেশীর পোষা কুকুর বাড়ির সামনে মলত্যাগ করাতে প্রতিবাদ জানানোয় প্রতিবেশী ও তার ছেলে গুলি চালিয়ে দেন। লুধিয়ানায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
 
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, রাতেরবেলা ১০ টা নাগাদ লুধিয়ানার চণ্ডীগড় রোডের বাসিন্দা রমন কপূর নামে এক জন যুবকের বাবা নৈশভ্রমণে বেরিয়েছিলেন। আর ওই সময়ে প্রতিবেশী বিজয় গম্ভীর এবং তার স্ত্রী পোষা কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। ঠিক তখনই কুকুরটি রমেনদের বাড়ির সামনে মলত্যাগ করে। আর বিষয়টি নিয়ে তার বাবা প্রতিবাদ করলে বচসা শুরু হয়।
Sponsored Ads
Display Your Ads Here 
অভিযোগ ওঠে যে, বচসা চলাকালীন বিজয়বাবু হুমকি দেন, তার ছেলে প্রতিবেশীদের দেখে নেবেন। এরপর পরদিন ছেলে সিদ্ধার্থ গম্ভীর ও দুই সঙ্গীকে নিয়ে অভিযুক্ত ব্যক্তি রমেনদের বাড়িতে চড়াও হয়ে প্রথমে বাড়ির জানলা ভাঙচুর করেন। এরপর রমেন এবং তার পরিবারের সদস্যরা বেরিয়ে এলে প্রচণ্ড অশান্তি শুরু হয়।
Sponsored Ads
Display Your Ads Here 
তখনই রাগের বশে বিজয়বাবুরা দু’বার গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। তারপর সমগ্র বিষয়টি পুলিশকে জানিয়ে খুনের অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে এসে অভিযোগকারীর বাড়ির সামনে থেকে দু’টি গুলির খোল উদ্ধার করেন। এর পাশাপাশি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাতে শুরু করে দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here 
				
 
				 
								 
															













