নিউজ ডেস্কঃ তেলেঙ্গানাঃ গতকাল মধ্যরাতেরবেলা তেলঙ্গানার সিদ্দিপেটের একটি গণেশ পুজোর মণ্ডপে গণেশের বিগ্রহ থেকে খোয়া গেছে একটি টাকার মালা। যেই মালাটি ১০০ টাকা ও ৫০০ টাকার নোট দিয়ে তৈরী হয়েছে। আর গোটা বিষয়টি প্যান্ডেলে লাগানো সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
- Sponsored -
- Sponsored -
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রথমে গণেশের বিগ্রহের পিছন থেকে একটা হাত নড়তে দেখা গেছে। এরপর ধীরে ধীরে সেই বিগ্রহের পিছন থেকে এক জন ব্যক্তিকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। তারপর ওই ব্যক্তি এদিক ওদিক এবং নীচু হয়ে তাকিয়ে দেখে নিচ্ছিলেন কাছেপিঠে কেউ আছেন কি না।
এরপরই প্যান্ডেলের পিছন দিয়ে ঢুকে গণেশের বিগ্রহের গায়ে জড়ানো মালা খুব সন্তর্পণে খুলতে শুরু করলেন। আর মাঝের মধ্যেই প্যান্ডেলের সামনের দিকে তাকাচ্ছিলেন কেউ আসছেন কিনা। তারপর অবশেষে মালা খুলে প্যান্ডেল ছেড়ে পালিয়ে গেলেন। আজ বিগ্রহের গায়ে জড়ানো টাকার মালা না দেখতে পেয়ে তুমুল উত্তেজনা শুরু হয়ে যায়।
এরপর পুজো উদ্যোক্তারা প্যান্ডেলে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুরো বিষয়টি জানতে পেরে সমগ্র বিষয়টি পুলিশকে জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মালায় মোট পাঁচ হাজার টাকা ছিল। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই অভিযুক্তের তল্লাশি চালানো হচ্ছে।