নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ কর্নাটকের টুমকুর জেলায় তিন বছর বয়সী এক শিশু প্যান্টে প্রস্রাব করার অপরাধে দেশলাই জ্বালিয়ে শিশুটির লিঙ্গ পুড়িয়ে দিলেন শিক্ষিকা। অভিযুক্ত অঙ্গনওয়াড়ি শিক্ষিকার নাম রশ্মি।
সূত্র মারফত জানা গিয়েছে যে, শিশুটি মাঝেমাঝেই প্যান্ট ভিজিয়ে ফেলত। ঘটনার দিনও শিশুটি পড়তে বসে প্যান্টে প্রস্রাব করে দেওয়ায় তিনি রাগের বশে আরো এক জনের সাহায্য নিয়ে দেশলাই কাঠি জ্বালিয়ে তার লিঙ্গ পুড়িয়ে দেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনায় শিশুটির লিঙ্গ ও উরুর একাংশ পুড়ে যাওয়ায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত শিক্ষিকা শিশুটির পরিবারের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু শিশুটির পরিবারের সদস্যরা শিক্ষিকার কড়া শাস্তির দাবীতে প্রায় চার দিন পর পুলিশের কাছে এই ঘটনায় এফআইআর দায়ের করেন। এছাড়া রাজ্যের নারী এবং শিশু কল্যাণ বিভাগ ওই শিক্ষিকার নামে নোটিশও জারি করেছে। এই ঘটনায় পড়ুয়াদের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরী হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here