নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ গত সাত মাস থেকে বেতন না পাওয়ার জেরে গতকাল মধ্যপ্রদেশের ইনদওরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন একটি বেসরকারী সংস্থার ৭ জন কর্মী।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, এই সংস্থায় মডিউলার রান্নাঘরের কাঁচামাল উৎপাদন করা হয়। কিন্তু এখানকার কর্মীরা বেতন না পাওয়ায় হতাশায় ভুগছিলেন। এছাড়া বেতন না মিটিয়েই সংস্থার অন্য শাখায় বদলি করা হয়েছিল।
এর জেরেই ওই সাত জন কর্মী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে এই ঘটনার পরই তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তারা স্থিতিশীল আছেন। তবে পুলিশ বিষয়টি জানা মাত্রই গোটা বিষয়টি খতিয়ে দেখছে।