নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লির সফদরজং হাসপাতালে উদ্ধার করা হয়েছে এমবিবিএসে চূড়ান্ত বর্ষের এক জন ডাক্তারী পড়ুয়ার ঝুলন্ত দেহ। সুইসাইড নোটও ডায়েরী থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল শুরু হয়েছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, ওই ছাত্রী সফদরজং হাসপাতালে ছাত্রীদের হস্টেলে থাকত। শিক্ষানবিশ চিকিৎসক হিসাবে কাজে যোগ দিয়েছিলেন। ঘটনার দিন ওই ছাত্রীর ঘর ভিতর থেকে বন্ধ থাকায় তার বন্ধুরা জোর করে দরজা খোলেন। এরপর তাকে ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই ছাত্রী আত্মহত্যা করেছে। কিন্তু কি কারণে এই আত্মহত্যা তা এখনো অবধি স্পষ্ট ভাবে জানা যায়নি। আপাতত সুইসাইড নোট খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ওই ছাত্রীর বন্ধুদের বয়ানও রেকর্ড করা হয়েছে। এছাড়া মৃতার পরিবারের সদস্যরাও খবর পেয়ে হাসপাতালে গেলে পুলিশ তাদের বয়ানও রেকর্ড করে তদন্ত শুরু করেছেন।