নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সহগল হোসেনকে বিচারক রাজেশ চক্রবর্তী আবার জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন। গতকাল যখন অনুব্রত মণ্ডল আসানসোল সংশোধনাগার থেকে বিধাননগর বিশেষ আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তখন সহগলকে আসানসোলে সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) বিশেষ আদালতে তোলা হয়েছিল।
বিচারক তাকে আরো ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে অনুব্রত মন্ডলকে গ্রেফতারের সময় দু’টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই মোবাইল দু’টি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাতে আদালতে আবেদন করা হয়েছিল। গতকাল সেই মামলার শুনানি ছিল।
কিন্তু আইনজীবী উপস্থিত না থাকায় আগামী ১৫ ই সেপ্টেম্বর সেই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। সিবিআই সূত্রে জানা গেছে, সম্প্রতি সিবিআই গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল ও সহগলকে জেরা করতে সংশোধনাগারে যান। দু’জনকেই ১৫ টি করে প্রশ্ন করা হলে কেউই সেই প্রশ্নের উত্তর দেননি।
অন্যদিকে ২০১০ সালে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানা এলাকার একটি বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল। ১২ বছর পর সেই মামলায় তলব করায় গতকাল অনুব্রত মণ্ডল বিধাননগরের এমপি-এমএলএ আদালতে যান।