Indian Prime Time
True News only ....

পুলিশ কর্মীদের জন্য একগুচ্ছ সুবিধা নিয়ে এলেন মুখ্যমন্ত্রী

- sponsored -

- sponsored -

- Slide Ad -

চয়ন রায়ঃ কলকাতাঃ ১লা সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল রাজ্যে পুলিশ দিবস পালিত হবে। আর ঠিক এর আগের দিনই মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কর্মীদের জন্য একাধিক সুযোগ সুবিধা ঘোষণা করলেন।

যেখানে কনস্টেবল পদে আবেদন করার বয়সসীমা ২৭ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়েছে। হোমগার্ড, ভিলেজ পুলিশ, সিভিক ভলান্টিয়ার, এনভিএফ ও সিভিল ডিফেন্স থেকে পদোন্নতি পেয়ে কনস্টেবল পদে যোগ দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা ২৭ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করা হয়েছে।

চুক্তিভিত্তিক গাড়ি চালকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। কলকাতা পুলিশের গাড়ি চালকদের বেতন সাড়ে ১১ হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে ১৩ হাজার টাকা করা হয়েছে। রাজ্য পুলিশের ক্ষেত্রে বেতন সাড়ে ১৩ হাজার টাকা বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এছাড়া ওয়্যারলেস অপারেটর এবং মাউন্টেড পুলিশদেরও পদোন্নতির ক্ষেত্রে একাধিক সংস্থান রাখা হয়েছে। এর পাশাপাশি উর্দির জন্য প্রতিটি পুলিশকর্মী আলাদা করে অনুদান পাবেন।

কলকাতা পুলিশের এসিপি থেকে ডিসিপি পদমর্যাদার আধিকারিকরা উর্দির জন্য বছরে ১৫ হাজার টাকা করে পাবেন। ইনস্পেক্টর দশ হাজার টাকা পাবেন, সাব ইন্সপেক্টর সাড়ে সাত হাজার টাকা পাবেন, এএসআই ছ’হাজার টাকা পাবেন ও কনস্টেবল পাঁচ হাজার টাকা পাবেন।

এই বছর যেহেতু আগেই পুলিশের উর্দি আগেই দিয়ে দেওয়া হয়েছে তাই আগামী বছর থেকে সকলে অনুদানের টাকা পাবেন। চলত বছর কেবল উর্দি রক্ষণাবেক্ষণের জন্যই আর্থিক অনুদান পাবেন। আর কর্মরত অবস্থায় কোনো পুলিশকর্মীর মৃত্যু হলে পরিবারের এক জনকে শারীরিক গঠন দেখে সেই কাজে চাকরী দেওয়া হবে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored