নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ পুজোর আগে থেকেই হাওড়া ও কলকাতার বিভিন্ন বাজার এবং শপিং মলে ভিন্রাজ্যের কেপমারি গ্যাং ফাঁদ পাতছিল। এবার গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা ও হাওড়া সিটি পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে হাওড়ার ডোমজুড় থেকে আট জনকে গ্রেফতার করেছেন।
কলকাতা পুলিশের একটি দল ডোমজুড়ের নারনা গ্রামে হানা দিয়ে চার জনকে গ্রেফতার করেছেন। ধৃতদের মধ্যে তিন জন মহিলা এবং এক জন পুরুষ রয়েছেন। নির্দিষ্ট খবরের ভিত্তিতে ওই এলাকা থেকেই ডোমজুড় থানার পুলিশ আরো চার জনকে গ্রেফতার করেছেন। ওই ধৃতদের মধ্যে দুই মহিলা ও দুই পুরুষ রয়েছেন।
অভিযুক্তদের কাছ থেকে ৬ থেকে ১৩ বছর বয়সী নয় জন শিশুকে উদ্ধার করে হোমে পাঠিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ওই কেপমাররা রাজস্থানের সাতোয়ারা গ্রামের বাসিন্দা। পুজোর আগে কলকাতার বাস, মেট্রো, বড়ো বড়ো বাজার এবং শপিং মলে কেপমারি করত। এছাড়া শিশুদেরও সাথে রেখে ওই কাজে ব্যবহার করা হত।