নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগে আচমকা আগুন লাগার ঘটনায় হাসপাতাল চত্বর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরপরই রোগীদের হাসপাতালের শয্যা ছেড়ে পালাতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তবে রোগীর আত্মীয় ও হাসপাতালের কর্মীদের তৎপরতায় আগুন বেশী ছড়াতে না পারায় বড়ো কোনো ক্ষতি হয়নি।
সূত্র মারফত জানা গিয়েছে, হাসপাতালের প্রসূতি বিভাগের একটি শয্যার কাছে হঠাৎ করে আগুন লেগে যাওয়ায় ওই শয্যায় থাকা প্রসূতির কাপড়চোপড় পুড়ে যায়। তাই দ্রুত তাকে তার পরিজনেরা সরিয়ে নেন। এছাড়া বাকি প্রসূতিদেরও তাদের আত্মীয় পরিজনরা সরিয়ে নিয়ে যান। ওই বিভাগে প্রসূতিদের পাশাপাশি শিশুরাও ছিল।

দমকল বাহিনীও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। তবে একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্রসূতি বিভাগের যে অক্সিজেনের পাইপ রয়েছে তা ফেটে গিয়ে আগুন ধরে যায়। ফলে তা আঁচ করতে পেরে দ্রুত ওই বিভাগে অক্সিজেনের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আগুন লাগার কারণ আরো ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here