মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়ায় অশান্তি যেন পিছু ছাড়ে না। এলাকায় ক্রমাগত অশান্তি লেগেই থাকে। এবার ওই এলাকায় এক বন্ধুর উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে অপর বন্ধুর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের মতে, “অভিযুক্ত যুবক আচমকা বন্ধুকে গুলি চালানোর পরই এলাকা ছেড়ে পালিয়ে যায়।” এরপরই এই ঘটনায় আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here