অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কয়লা পাচার কাণ্ডে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকেও নোটিশ পাঠিয়েছে। এবার মেনকা গম্ভীর সেই নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন।
আজ দুপুরবেলা ২ টো ৩০ মিনিটে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চে এই মামলার শুনানি হবে। ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলায় মেনকা গম্ভীরকে দ্বিতীয় বার নোটিশ পাঠানো হয়েছে। চলতি বছরের মার্চ মাসে ইডি কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল। সে সময়ই তাঁর শ্যালিকা মেনকাকেও তলব করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া ওই সময় সিবিআইয়ের তরফে (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) কয়লা কাণ্ডে মেনকা গম্ভীরের স্বামী অঙ্কুশ অরোরা ও শ্বশুর পবন অরোরাকেও জিজ্ঞাসাবাদ করতে চাওয়া হয়। কিন্তু কয়লা কাণ্ডে তাদের বিরুদ্ধে ঠিক অভিযোগ কি ছিল তা স্পষ্ট হয়নি। তবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
অন্য দিকে, এদিন ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা কাণ্ডে সমন পাঠিয়েছে। আগামী শুক্রবার সকালবেলা ১১ টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, দিল্লির ইডি কর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন।
Sponsored Ads
Display Your Ads Here