নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ আচমকা সেতুর কাজ বন্ধ হয়ে যাওয়ায় পুরুলিয়ার বিস্তীর্ণ অংশের মানুষ বিপাকে পড়েছেন। ছ’বছর আগে কংসাবতী নদীর কাটাবেড়া ঘাট থেকে ওপারে বামুনডিহার সাথে সংযোগকারী এই সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল যা এখনো অবধি শেষ হয়নি।
এর জেরে সাধারণ মানুষ প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয়েছেন। সেতু তৈরী হলে কাটাবেড়ার সাথে ওপারের আড়শা, জুরাডি, রাঙামাটি, তুম্বা ঝালদা, বামুনডিহা ও শিরকাবাদের মতো এলাকাগুলি জুড়ে যেত। ফলে এই সেতুটি নির্মিত হলে জয়পুর, বলরামপুর এবং বাঘমুন্ডি বিধানসভা এলাকার কম-বেশী প্রায় ৩০ টি গ্রামের মানুষ উপকৃত হতেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু এই সেতু নির্মাণের কাজ শুরু হলেও তা কয়েকটি স্তম্ভ নির্মাণের পর আর এগোয়নি বলে অভিযোগ ওঠে। তবে বর্তমানে এলাকার বেশ কয়েকজন যুবকের উদ্যোগে ভেলা তৈরী করে নদী পারাপার করা হচ্ছে। জেলার পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধ্যারানী টুডু এই পুরো বিষয়টি শুনে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here