নিউজ ডেস্কঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের ধার জেলায় পুরোনো একটি বাড়ি ভেঙে নতুন করে বাড়ি নির্মাণের কাজ চলছিল। তখন ধ্বংসস্তূপ পরিষ্কারের সময় নির্মাণকারী শ্রমিকরা ওই ভগ্নস্তূপ থেকে প্রাচীন কালের একটি ধাতব পাত্র, এক গুচ্ছ সোনার মুদ্রা, এক খণ্ড সোনা ও সোনার গহনা খুঁজে পান।
এরপর আট জন নির্মাণকারী শ্রমিকের মধ্যে এক জন মদ্যপ অবস্থায় ফাঁস করে দেন যে, ভগ্নস্তূপ থেকে পাওয়া একটি মুদ্রা ৫৬ হাজার টাকায় বিক্রি করেছেন। আর সেই টাকায় একটি পুরোনো মোবাইল ফোন কিনে বাকি টাকা সংসারের খরচে কাজে লাগিয়েছেন।
পুলিশের বিষয়টি জানতে পেরে ওই শ্রমিকদের গ্রেফতার করেছেন। এখন অবধি ওই শ্রমিকদের কাছ থেকে ৮৬ টি মুদ্রা পাওয়া গিয়েছে। আর পুলিশ জানিয়েছে যে, উদ্ধার হওয়া সম্পদের মূল্য বাজারে প্রায় ৬০ লক্ষ টাকা। সেগুলির প্রত্নতাত্ত্বিক মূল্য ১ কোটি ২৫ লক্ষ টাকা। আপাতত পুলিশ প্রত্নতত্ত্ব এবং রাজস্ব দপ্তরকে খবর দিয়েছেন। তবে বাড়ির মালিক এই বিষয়ে কিছুই জানতেন না।