নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার নবদ্বীপের চন্দ্র কলোনী এলাকায় দা দিয়ে ঘুমন্ত বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে সৎ ছেলের বিরুদ্ধে। মৃত ৩৮ বছর বয়সী ইন্দ্র দেবনাথ। এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ইন্দ্রবাবু বিয়ে করেছিলেন। স্ত্রী সীমা হালদারের এটি দ্বিতীয় বিয়ে। প্রথম পক্ষের ছেলে ১৮ বছর বয়সী বাপন হালদারও একসঙ্গে থাকত। তবে বাপনের মানসিক সমস্যা ছিল। রাতেরবেলা ঠিকঠাক ঘুমাতো না। কিন্তু গতকাল মধ্যরাতে সে মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে দা দিয়ে ইন্দ্রবাবুর গলায় আঘাত করতেই সীমা দেবী ঘুম থেকে উঠে চমকে যান। এরপর তাকেও বাপন কোপাতে গেলে সীমা দেবীর হাতে দায়ের কোপ এসে পড়ে।
তারপর চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসায় সীমা দেবী প্রাণে রক্ষা পান। নবদ্বীপ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ইন্দ্রবাবুকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মূল অভিযুক্ত বাপনকে আটক করা হয়েছে।
এদিকে ইন্দ্রবাবুর ভাইয়ের অভিযোগ, “এই ঘটনায় মা-ছেলে দু’জনেই জড়িত থাকতে পারেন।” তাই শাস্তির দাবী জানানো হয়েছে। অন্যদিকে সীমা দেবী পুলিশের কাছে বাপনের কঠিন শাস্তির দাবী জানিয়েছেন। যদিও এই ঘটনার আসল দোষী কে তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।