নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ কর্নাটকের অন্যতম জনপ্রিয় চিত্রদুর্গার মুরুঘা মঠের প্রধান শিবমূর্তি মুরুঘার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ উঠছে যে, নিয়মিত শিবমূর্তি পড়ুয়াদের যৌন নির্যাতন করতেন। আর তাকে এই কাজে মঠের অন্যান্য কর্মীরা সাহায্য করতেন।
জানা গিয়েছে, গতকাল গভীর রাতেরবেলা ১৬ বছর বয়সী দুই জন নাবালিকার অভিযোগের ভিত্তিতে পুলিশের কাছে এফআইআর দায়ের হয়েছে। সেখানে শিবমূর্তি ছাড়াও মঠের আরো কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছেন। এই মর্মে পড়ুয়াদের বয়ানও রেকর্ড করা হয়েছে। কিন্তু এখনো অবধি মঠের তরফ থেকে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, চিত্রদুর্গার মুরুঘা মঠ রাজনীতিবিদদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। চলতি মাসের ৩ রা আগস্ট কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই মঠে গিয়ে দীক্ষাও নিয়েছেন। তবে রাহুল গান্ধী ছাড়াও বিভিন্ন সময় এই মঠে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা গিয়েছিলেন।