নিউজ ডেস্কঃ মহারাষ্ট্রঃ গভীর রাতেরবেলা পুণে-সোলাপুর হাইওয়ে ধরে লাগামছাড়া গতিতে তিনটি গাড়ি ও দু’টি বাইক দৌড়াচ্ছে। একটি গাড়িকে অন্য গাড়িগুলি ধাওয়া করেছে। আর মাঝেমধ্যে গুলিবর্ষণ চলছে। এই দৃশ্য যেকোনো সিনেমার অ্যাকশনের দৃশ্যকে মনে করিয়ে দেবে।
প্রায় কয়েক কিলোমিটার রাস্তা অবধি এভাবেই এগোতে থাকে। শেষে বাইকে থাকা দুই যুবক গাড়িটি লক্ষ্য করে গুলি চালান। এরপর ডাকাত দল ধাওয়া করে গাড়িটি ধরে গাড়ি থেকে দুই জন ব্যক্তিকে বার করে মারধর করে। তারপর গাড়িতে থাকা বিজয়ভাই ও ভবেশকুমার পটেল নামে দুই জন ব্যক্তির কাছ থেকে ওই ডাকাতদের দল নগদ ৩ কোটি ৬০ লক্ষ টাকা লুট করে চম্পট দেয়।
কিন্তু বিজয়ভাই এবং ভবেশকুমার কি কারণে এই পরিমাণ নগদ টাকা গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন এখনো অবধি তা স্পষ্টভাবে জানা যায়নি। পুলিশ এই ঘটনায় হাওয়ালা চক্রের সাথে তাদের যোগ থাকতে পারে বলে সন্দেহ করছেন। ইতিমধ্যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।