নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ এবার ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের পর বিহারে তিন জন সরকারী আধিকারিকের বাড়িতে ‘ভিজিল্যান্স ইনভেস্টিগেশন ব্যুরো’র (ভিআইবি) দল অভিযান চালিয়ে উদ্ধার করেছে কোটি কোটি টাকা।
আজ তদন্তকারীরা পাটনা ও কিষানগঞ্জের একাধিক এলাকায় হানা দিয়েছে। পূর্ত বিভাগের কিষানগঞ্জ ডিভিশনের এগ্জিকিউটিভ ইঞ্জিনিয়র সঞ্জয় কুমার রাই এবং তার সহযোগীদের বাড়ি সহ একাধিক এলাকায়ও তল্লাশি চালানো হয়। এছাড়া সঞ্জয়ের অধীনে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়র ও কোষাধ্যক্ষের বাড়িতেও অভিযান চালানো হয়।
পাটনায় যখন সঞ্জয়ের বাড়ি থেকে প্রায় এক কোটি নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ঠিক তখনই কিষানগঞ্জে কোষাধ্যক্ষের বাড়ি থেকে তিন কোটির টাকারও বেশী নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আপাতত এই তল্লাশি অভিযান চলছে। আর টাকা গোনার যন্ত্রও আনা হয়েছে। তবে আরো টাকা উদ্ধার হতে পারে বলে মনে করা হচ্ছে।