ব্যুরো নিউজঃ আফগানিস্তানঃ গত কয়েক সপ্তাহ ধরে চলা ধারাবাহিক বৃষ্টি ও হড়পা বানের জেরে আফগানিস্তানের বিস্তীর্ণ অংশ একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। চলতি মাসে প্রবল বর্ষা শুরু হওয়ার পর বন্যা পরিস্থিতিতে এই অবধি মৃত্যু হয়েছে ২০০ জনের। এই পরিস্থিতিতে তালিবান সরকার আন্তর্জাতিক সাহায্য চেয়েছে।
তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ জানান, ‘‘পূর্ব আফগানিস্তানে বন্যার কারণে ১৮০ জনেরও বেশী মানুষ মারা গিয়েছেন। কয়েক হাজার গবাদি পশুরও মৃত্যু হয়েছে। তিন হাজারেরও বেশী বাড়ি ধ্বংস হয়েছে। দেশে অর্থনৈতিক ও মানবিক সঙ্কটের আবহে বন্যা পরিস্থিতির কারণে সমস্যা আরো বেড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
চলতি বছরে খরা এবং ভূমিকম্পের কারণে আফগানিস্তানে হাজারেরও বেশী মানুষের মৃত্যু হয়েছিল। এই বিপর্যয়ের আবহে ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান আন্তর্জাতিক সাহায্যের আবেদন করছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
রাষ্ট্রপুঞ্জের ‘শিশু তহবিল’ সংক্রান্ত সংস্থা ইউনিসেফের আফগানিস্তান বিভাগের প্রধান অ্যান কিন্ড্রচ্ক চলতি সপ্তাহে আফগানিস্তানের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে বলেন, ‘‘বহু এলাকায় বন্যাদুর্গত মানুষ আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছেন। তাদের জন্য অবিলম্বে আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন।’’
Sponsored Ads
Display Your Ads Here