মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালির এক নম্বর ব্লকের ন্যাজাট থানার সরবেড়িয়ায় হুকিংয়ের অভিযোগে জরিমানা করায় গ্রামবাসীদের হাতে মার খেলেন বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মীরা। এছাড়া স্থানীয়রা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে পথ অবরোধ করেন। পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে।
স্থানীয় বাসিন্দাদের দাবী, সন্ধেবেলার দিকে ভোল্টেজ খুব কম থাকায় অনেক সময় আলো জ্বলে না। পাখা ঘুরলেও গায়ে হাওয়া লাগে না। ঘন ঘন লোডশেডিং হয়। এরপরও দিন দিন বিদ্যুৎ এর বিল বেড়ে যাওয়ার পাশাপাশি হুকিংয়ের অভিযোগ তুলে জরিমানা করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে ওই এলাকায় বিদ্যুৎ বণ্টন সংস্থার স্থানীয় স্টেশন ম্যানেজার সহ কয়েক জন কর্মী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যান। আর বিদ্যুৎ চুরির অভিযোগে কয়েকজনকে জরিমানা করা হলে দু’পক্ষের মধ্যে বচসা বাঁধে। এমনকি উত্তেজিত গ্রামবাসীরা বিদ্যুৎ দপ্তরের কর্মী এবং অফিসারদের একটি ঘরে আটকে রেখে মারধর করেন। পরে ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মহম্মদ আসলাম হোসেন কয়েক জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই অন্যায় ভাবে জরিমানা করার অভিযোগে এলাকাবাসীরা বাসন্তী রোড অবরোধ শুরু করেন। পুলিশ পরিস্থিতি সামাল দিতে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে লাঠি চালালে এলাকাবাসীদের ছোঁড়া ইট-পাটকেল, গুলি-বোমায় দুই থানার ওসি ও এক জন মহিলা পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন। এছাড়া গ্রামবাসী সহ প্রায় ২০ জন আহত হয়েছেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েশন ঘটনার নিন্দা করে দোষীদের অবিলম্বে শাস্তির দাবী করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here