নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ প্রেমিকার সামনে আত্মহত্যার অভিনয় করতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে ৪২ বছর বয়সী রাজা নামে তামিলনাড়ুর একটি ব্যান্ডের গায়কের। গোটা ঘটনাটি রাজার করা একটি ভিডিওতে ধরা রয়েছে। এই ঘটনায় তার স্ত্রী সহ তিন জন সন্তান শোকে মর্মাহত হয়ে পড়েছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, রাজা ও চিত্রা নামে এক জন মহিলা একই ব্যান্ডে গান গাইতেন। সম্প্রতি রাজা চিত্রার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এর মধ্যে সে চিত্রার সাথে বাড়িতে গিয়েছিলেন। সেখানে দুই জনের মধ্যে হালকা অশান্তি হতে রাজা মজার ছলে জানান, “সে আর বাঁচতে চান না।” তাই প্রেমিকাকে ভয় দেখানোর জন্য খাট থেকে নেমে পাশের ঘরে চলে যান।
এরপর একটি শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যার অভিনয় করার চেষ্টা করেন। কিন্তু তখনই ভুলবশত গলায় ফাঁস লেগে যায়। যা দেখতে পেয়ে চিত্রা ছুটে গিয়ে রাজাকে বাঁচানোর চেষ্টা করেন। তারপর পুলিশকেও খবর দেওয়া হয়। পুলিশ এসে রাজাকে ভেলোরের সরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।