নিউজ ডেস্কঃ রেলের পরীক্ষায় পাশ করতে এবার এক জন চাকুরীপ্রার্থীকে অভিনব পদ্ধতির আশ্রয় নিতে দেখা গেছে। যেখানে মুকেশকুমার শম্ভুনাথ নামে ওই চাকুরীপ্রার্থী রাজ্যগুরু গুপ্ত নামের এক জন ভুয়ো পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার জন্য ভাড়া করেন।
আর যাতে মুকেশকুমার শম্ভুনাথ বায়োমেট্রিক পরীক্ষায় ধরা না পড়েন তা নিশ্চিত করতে নিজের বুড়ো আঙুলের চামড়া তুলে রাজ্যগুরুর হাতে আঠা দিয়ে লাগিয়ে দেন। কিন্তু এতো কারসাজির পরেও শেষ রক্ষা হয়নি। অবশেষে ওই নকল পরীক্ষার্থী ধরা পড়ে যান।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত দুই জন ব্যক্তিই বিহারের বাসিন্দা। রাজ্যগুরু মুকেশকুমার শম্ভুনাথের জায়গায় রেলের আরসিসি প্রথম ধাপের পরীক্ষা দিতে যান। তবে পরীক্ষাকেন্দ্রে কোভিড বিধিনিষেধ মানতে গিয়ে হাতে স্যানিটাইজার দিতেই বুড়ো আঙুলে আঠা দিয়ে লাগিয়ে রাখা চামড়া খুলে আসে। যা পরীক্ষাকেন্দ্রের গার্ডের নজরে আসে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর পরীক্ষাকেন্দ্রের আধিকারিকরা লক্ষ্মীপুরা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মুকেশকুমার শম্ভুনাথ ও রাজ্যগুরুকে স্থানীয় একটি আদালতে নিয়ে গেলে বিচারক ওই দুই জন অভিযুক্তকে তিন দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here