নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আজ গোরুপাচার মামলার শুনানিতে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) বিশেষ আদালতের বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আগামী ৭ ই সেপ্টেম্বর অবধি অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলে থাকতে হবে।
এদিন তাঁর আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় শারীরিক কারণেই অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন করেন। শুনানির শুরুতেই সন্দীপন গঙ্গোপাধ্যায় জানান, “অনুব্রত মণ্ডল স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত। এই রোগে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই শারীরিক কারণ মাথায় রেখে যে কোনো শর্তে জামিন দেওয়া হোক।” কিন্তু সিবিআই এই আবেদনের ঘোর বিরোধী ছিলেন।
এদিন নিজের সওয়ালে সন্দীপন গঙ্গোপাধ্যায় বলেন, “অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা বেশ খারাপ। অনুব্রত মণ্ডলকে অক্সিজেন দিতেও হতে পারে।” তাই বিচারক আদালত কক্ষেই অক্সিজেন সিলিন্ডার এনে রাখতে বলেন। প্রয়োজন হলে যাতে তাকে দ্রুত অক্সিজেন দেওয়া যায় সেজন্য আদালত কক্ষে একটি ছোটো অক্সিজেন সিলিন্ডার ও নেবুলাইজারও এনে রাখা হয়।