নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ আজ দুপুরবেলা বাদল অধিবেশন চলাকালীন মহারাষ্ট্র বিধানসভা ভবনের সামনে আচমকাই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক জন ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক হইচই শুরু হয়ে যায়। ওই ব্যক্তি ওসমানাবাদ জেলার ওয়াসি তহশিলের এক কৃষক সুভাষ দেশমুখ।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, সুভাষবাবু বিধানসভার প্রধান ফটকের সামনে এসে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেন। এরপর দ্রুত তাকে সেখানে উপস্থিত পুলিশকর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। প্রসঙ্গত, অতীতে মহারাষ্ট্রে ঋণের ভারে জর্জরিত হয়ে একাধিক বার কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
এক্ষেত্রেও তেমনটাই ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু পারিবারিক অশান্তির কারণে এমনটা হয়ে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। সম্প্রতি সুভাষবাবুর সাথে সম্পত্তি নিয়ে ভাইয়ের বিবাদ চলছিল বলে জানা গিয়েছে। যদিও প্রশাসনের দাবী, সুভাষবাবু কৃষক ছিলেন না।