নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল রাতেরবেলা পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুর এলাকায় মাঠে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক জন মহিলার। আর মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে ছেলেও। মৃত রামনগরের বাসিন্দা ৫০ বছর বয়সী আশা দাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকালও আশাদেবী মাঠ থেকে শাক-সব্জি তুলে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে যান। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও মা বাড়ি না ফেরায় ছেলে রাহুল দাস খোঁজাখুঁজি করতেই মাঠে গিয়ে দেখে, আশা দেবীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। এরপর আশা দেবীকে উদ্ধার করতে গিয়ে রাহুলও আহত হয়েছে।

তারপর দ্রুত তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় উত্তেজিত জনতা কালনা রাজ্য সড়ক অবরোধ করেন। শক্তিগড় থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যেতেই অবরোধকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। মৃতদেহ ভ্যান রিকশায় রেখে রাতভর বিক্ষোভ চলে।

ওই সময় বিদ্যুৎ দপ্তরের একটি গাড়ি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। আর তখনই বিক্ষোভকারীদের নজর ওই গাড়িটির উপর পড়তেই বিক্ষোভকারীরা ক্ষোভ উগড়ে দিয়ে ওই গাড়িটিতে ভাঙচুর শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
