নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ মহারাষ্ট্রের পুণেতে পুত্র সন্তান লাভের আশায় তান্ত্রিকের পরামর্শে জনসমক্ষে নিরাবরণ হয়ে মহিলাকে স্নান করানোর অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে যে, মহিলাকে স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যরা পণ ও পুত্রসন্তান জন্ম দেওয়ার জন্য মানসিক এবং শারীরিক ভাবে নির্যাতন করতেন। আগেও স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা ছেলের জন্ম দেওয়ার জন্য বিভিন্ন তান্ত্রিকের দ্বারস্থ হন এবং তার উপর চাপ সৃষ্টি করতে থাকেন।
Sponsored Ads
Display Your Ads Here
সম্প্রতি মহিলার শ্বশুরবাড়ির সদস্যরা ওই তান্ত্রিকের দ্বারস্থ হলে তান্ত্রিক জানান, “যদি ওই মহিলা জনসমক্ষে বস্ত্রহীন হয়ে জলপ্রপাতের নীচে স্নান করেন, তাহলে পুত্রসন্তানের জন্ম দেবেন।” এরপরই ওই মহিলাকে শ্বশুরবাড়ির সদস্যরা জোর করে রায়গড় জেলায় নিয়ে গিয়ে জনসম্মুখে বিবস্ত্র হয়ে স্নান করতে বাধ্য করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনায় ওই মহিলা পুণে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই মহিলার স্বামী, শ্বশুর-শ্বাশুড়ি এবং মৌলানা বাবা জমাদার নামে ওই তান্ত্রিক সহ চার জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here