নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তেলেঙ্গানায় প্রাক্তন কংগ্রেস বিধায়ক কোমাতিরেড্ডি রাজাগোপাল রেড্ডির বিজেপিতে যোগদান উপলক্ষে আয়োজিত কর্মসূচীতে যোগ দিতে গিয়েছিলেন। আর সেই সময় সেকেন্দরাবাদের উজ্জয়িনী মহাকালী মন্দিরে গিয়েছিলেন।
অমিত শাহ মন্দিরে প্রবেশের সময় তাঁর জুতোজোড়া ওই রাজ্যের বিজেপি সভাপতি বন্দিসঞ্জয় কুমার নির্দিষ্ট স্থানে তুলে রাখেন।এরপর সেখান থেকে বেরোনো মাত্রই সঞ্জয় অমিত শাহকে দেখে হাতে করে সেই জুতো পায়ের সামনে এগিয়েও দিচ্ছেন। ভাইরাল হওয়ায় এই ভিডিও নিয়ে অত্যন্ত বিতর্ক তৈরী হয়েছে।
তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) ও কংগ্রেস সভাপতির এই আচরণের নিন্দায় সরব হয়েছে। টিআরএস মুখপাত্র এম কষঙ্ক জানান, ‘‘আমাদের একটাই প্রশ্ন, গুজরাতি নেতার পায়ের জুতোজোড়া হাতে তুলে নেওয়া কি তেলঙ্গানার আত্মমর্যাদার প্রতীক হওয়া উচিত?’’
আবার তেলঙ্গানার দায়িত্বপ্রাপ্ত এআইসিসির পর্যবেক্ষক মণিকম ঠাকুর বলেন, ‘‘অমিত শাহের জুতো হাতে তুলে সঞ্জয় তেলুগু জাত্যভিমানে আঘাত করেছেন।’’