নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ আজ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কনভয়ের গাড়িতে পাথর ছুঁড়ে হামলা চালানো ঘটনা ঘটলো। তবে ওই সময় নীতিশ কুমার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ইতিমধ্যেই এই ঘটনার একাধিক ভিডিও টুইটারে ছড়িয়ে পড়েছে।
সূত্র মারফত জানা গেছে, পাটনায় জনবহুল রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় স্থানীয় কিছু বাসিন্দা লাঠি ও পাথর দিয়ে হামলা শুরু করেন। এরপর সঙ্গে সঙ্গে কনভয় দাঁড়িয়ে পড়তেই আশপাশ থেকে দলে দলে আরো মানুষজন ছুটে এসে কনভয়ের গাড়িতে পাথর ছুঁড়তে থাকেন। এমনকি মহিলাদেরও রাস্তায় নেমে ক্ষোভ উগরে দিতে দেখা যায়।
কিন্তু কনভয়ে হামলা চালানোর নির্দিষ্ট কোনো কারণ অবশ্য জানা যায়নি। তবে যে এলাকায় এই হামলা চালানো হয়েছে, কিছু দিন আগে সেই এলাকারই এক জন যুবক নিখোঁজ হয়ে যায়। তাই সেই ক্ষোভ থেকেই এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি আগস্ট মাসে নীতিশ কুমার বিজেপি ত্যাগ করে গত ১০ ই আগস্ট আরজেডির সাথে ‘মহাগঠবন্ধন’ সরকার প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি নতুন সরকারের মন্ত্রীসভার সম্প্রসারণও করেছেন। কিন্তু এদিকে তারপরেই এই হামলার ঘটনা ঘটে গেল।