অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ বিকেলবেলা হঠাৎই প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা বর্তমান শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ বোধ করায় আবার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শরীর কেমন? জানতে চাওয়া হলে পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘‘ভালো নেই।’’
তাঁকে হাসপাতালের রেডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কিছু ক্ষণ পর হাসপাতাল থেকে বার করা হয়। উল্লেখ্য যে, শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেলের ‘পহেলা বাইশ’ ওয়ার্ডের ২ নম্বর সেলে রাখা হয়েছে। সংশোধানাগারে যাওয়ার পর জেলের চিকিৎসকরা পার্থ চট্টোপাধ্যায়ের পা ফোলা লক্ষ্য করেছিলেন।