নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লির ওয়াজিরাবাদে এক যুবককে চোর সন্দেহে প্রথমে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারধরের পাশাপাশি নর্দমা পরিষ্কার করানোর মতো চরম বর্বরতার ছবি প্রকাশ্যে এসেছে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গত কয়েকদিন থেকে উত্তর দিল্লির এই অঞ্চলে চুরির ঘটনা বাড়ছিল। কিন্তু অপরাধী ধরা পড়ছিল না। সম্প্রতি প্রায় ৩০ বছর বয়সী এক যুবক একটি জলের পাম্প চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়তেই এলাকাবাসীরা ওই যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে এলোপাথাড়ি কিল, চড় সহ লাথি মারতে শুরু করেন।
এমনকি একজন ব্যক্তি ক্ষুর দিয়ে ওই যুবকের মাথাও কামিয়ে দেয়। এরপর তাকে দিয়ে এলাকার একটি কাঁচা নর্দমা পরিষ্কার করানো হয়। পুলিশ খবর পেয়ে ওই এলাকায় গিয়ে অভিযুক্ত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে চুরির অভিযাগে মামলা দায়ের করেন। এছাড়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন।