নিজস্ব সংবাদদাতাঃ হিমাচলপ্রদেশঃ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। প্রবল বৃষ্টির জেরে একদিকে যেমন নদী ফুঁসছে। তেমনই অপরদিকে রেলসেতুর তিনটি স্তম্ভ ক্ষতিগ্রস্ত হওয়ায় কাংরা জেলার চাক্কি সেতু জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে।
হিমাচল প্রদেশের ধরমশালায় মেঘ ভাঙা বৃষ্টির জেরে ওই এলাকায় ধস নেমেছে। মান্ডি জেলায় প্লাবন পরিস্থিতি তৈরী হওয়ায় এলাকার বাড়িগুলিতে জল ঢুকে গিয়েছে। দোকানগুলিও জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলিরও ক্ষতি হয়েছে।
পাশাপাশি অতি ভারী বৃষ্টির জেরে কুল্লু, কাংরা ও মান্ডি জেলায় বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আজও হিমাচল প্রদেশ সহ নিকটবর্তী চম্বা, কাংরা, মান্ডি এবং বিলাসপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খারাপ আবহাওয়ার কারণে স্থানীয় ও পর্যটকদের নদী তীরবর্তী এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।