নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ জন্মাষ্টমী পালনের সময় উত্তরপ্রদেশের মথুরার বাঁকে বিহারী মন্দিরের চার নম্বর গেটে ভিড়ের চাপে পড়ে মৃত্যু হয় ২ জনের। আর আহত হয়েছেন প্রায় ৬ জন।
সূত্রের খবর অনুযায়ী, গতকাল জন্মাষ্টমী উপলক্ষ্যে ওই মন্দিরে মঙ্গলারতি হওয়ার সময় মন্দির চত্বরে হুড়োহুড়ি শুরু হলে উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। মন্দিরের দরজা বন্ধ করে দেওয়ারও চেষ্টা করা হয়।
ওই সময় নয়ডা থেকে আসা এক জন মহিলা ভিড়ের কারণে দম বন্ধ হয়ে মারা যান। এছাড়া জব্বলপুর থেকে মন্দির দর্শনে আসা ৬৫ বছর বয়সী এক জন বৃদ্ধও ভিড়ের চাপে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
মন্দিরের ধাক্কাধাক্কিতে বেশ কিছু মানুষ আহত হয়েছেন। প্রশাসনের তরফে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এরপর বিশৃঙ্খল পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নিয়ম মাফিক পুজো শুরু হয়।
এদিকে মৃত মহিলার পরিবারের সদস্যরা ময়নাতদন্ত না করেই মৃতদেহ পরিবারে সদস্যদের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।