বাপি রায়ঃ কলকাতাঃ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে নিম্নচাপের জেরে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। এই নিম্মচাপের অভিমুখ উত্তর-পশ্চিম দিকে।
আগামী ছয় ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি আরো শক্তি বাড়াবে। আগামীকাল অর্থাৎ শুক্রবার সকালবেলা এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের দিকে এগোবে। এর ফলে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আজ হাওড়া ,হুগলী, কলকাতা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা এবং দক্ষিণ চব্বিশ পরগণায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগণায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
রবিবার বিকেল বেলায় বৃষ্টিপাতের পরিমাণ কমবে। আর নিম্নচাপের প্রভাব থাকায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগণায় বৃষ্টিপাতের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকবে। শনিবার অবধি মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে মানা করা হয়েছে।
আর আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি সহ আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনেরবেলায় তাপমাত্রা বাড়বে।