নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ হাওড়ার উলুবেড়িয়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বাণীতলা খাঁ পাড়ার ভাগাড় থেকে ১৭ টি ভ্রূণ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরসভার সাফাইকর্মীরা জঞ্জাল ফেলা ও পরিষ্কারের জন্য ওই ভাগাড়ে গিয়েছিলেন। সেখানেই সাফাইকর্মীরা ওই ভ্রূণগুলি খুঁজে পান। যেখানে ১৭ টি ভ্রূণের মধ্যে ছ’টি ছেলে এবং দশটি মেয়ের। আর একটি ভ্রূণ শনাক্ত করা সম্ভব হয়নি।
উলুবেড়িয়া শহর এলাকায় দেড় কিলোমিটারের মধ্যে প্রায় ৩০ টি বেসরকারী হাসপাতাল রয়েছে। তাই মনে করা হচ্ছে যে, সেখানে গর্ভপাত করানোর পর ভ্রুণগুলিকে ওই ভাগাড়ে নিয়ে এসে ফেলা হতে পারে। আপাতত ভ্রুণগুলি উদ্ধারের পর উলুবেড়িয়া হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক নিতাইচন্দ্র মণ্ডল জানান, ‘‘বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। উলুবেড়িয়ার কোনো বেসরকারী হাসপাতাল থেকে এই ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’’
পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান বলেন, ‘‘পুরসভা এলাকায় একাধিক বেসরকারী হাসপাতাল আছে। কেউ অসাধুভাবে এই কাজ করেছে। ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি আগামী সোমবার বেসরকা্রী হাসপাতাল কর্তৃপক্ষগুলিকে ডেকে পাঠানো হয়েছে। তদন্ত করে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।’’