চয়ন রায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা ১০টা নাগাদ সিবিআই অনুব্রত মণ্ডলের বাড়িতে যায়। এরপর ১১ টা ৩০ মিনিট নাগাদ অনুব্রত মণ্ডলকে নিয়ে তাঁর নীচুপট্টির বাড়ি থেকে বের হন। বিকেলবেলা ৪ টে ১৫ মিনিট নাগাদ অ্যারেস্ট মেমোতে সই করিয়ে গ্রেফতার করা হয়।
আর বিকেলবেলা ৪ টে ৩০ মিনিট নাগাদ অনুব্রত মণ্ডলকে নিয়ে সিবিআই আধিকারিকেরা শীতলপুর গেস্ট হাউস থেকে বেরিয়ে যান। এরপর বিকেলবেলা ৫ টা নাগাদ সিবিআই আসানসোলের আদালতে পেশ করিয়ে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানালে বিচারক দশ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন।
অনুব্রত মণ্ডলকে আসানসোল আদালতে পেশ করার সময় বিজেপি ও সিপিএমের দলীয় সমর্থেকরা দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান। এছাড়া তাঁকে উদ্দেশ্য করা বলা ‘চোর চোর’ ধ্বনিতে আদালত চত্বর যেন কম্পিত হয়ে ওঠে।