ব্যুরো নিউজঃ এবার ভারতের পিভি সিন্ধু কানাডার মিশেল লিকে কমনওয়েলথের ২১-১৫, ২১-১৩ গেমে হারিয়ে মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে সোনা জিতলেন। অর্থাৎ বার্মিংহাম গেমস থেকে ভারতকে ১৯ তম সোনার পদক এনে দিলেন।
২০১৪ সালে বিশ্বের ১৩ নম্বর মিশেল গ্লাসগোয় আয়োজিত কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জিতেছিলেন। কিন্তু মিশেলের কাছে সিন্ধুর মতো অলিম্পিক্স পদক নেই। ফাইনালের শুরু থেকে দুই জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। সোনার লড়াইয়ে কেউ এক ইঞ্চি জমি ছাড়তে রাজি ছিলেন না।
তবে সিন্ধু ১৮-১৪ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর মিশেল আর স্নায়ুর চাপ ধরে রাখতে না পেরে একাধিক ভুল করলেন। সিন্ধু সেই সুযোগকে কাজে লাগিয়ে ২১-১৫ ব্যবধানে জয়ী হন। দ্বিতীয় গেমে বিশ্ব ক্রমতালিকায় সাত নম্বরে থাকা সিন্ধু খেলার কৌশল পরিবর্তন করে খেলার গতি সামান্য কমিয়ে দেন। ফলে মিশেল নেটের সামনে ভুল করতে শুরু করলেন।
এরপর সিন্ধু সেই সুযোগে ৯-৩ ব্যবধানে এগিয়ে যান। অবশেষে ব্যাডমিন্টনে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ২১-১৩ ব্যবধানে জয়ী হলেন। এর আগে ২০১৪ সালে সিন্ধু কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ ও ২০১৮ সালের গোল্ড কোস্ট গেমসে রুপো জেতেন। অলিম্পিক্সে দু’টি পদক ছাড়াও সিঙ্গলসে সোনা সহ পাঁচটি পদক রয়েছে।