অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) আধিকারিকদের দাবী মেনে আদালত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি সংশোধনাগারে রাখা হবে। অর্পিতাকে আলিপুর মহিলা সংশোধনাগারে রাখা হবে।
অর্থাৎ এসএসসি দুর্নীতি মামলার রায়দান আপাতত স্থগিত রেখে ১৮ ই আগস্ট বৃহস্পতিবার পুনরায় উভয়কে আদালতে পেশ করার কথা বলা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, ইডি আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতাকে জেল হেফাজতে নিয়ে জেরা করতে চান। এর পাশাপাশি ৫০ টির উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন জানিয়ে আদালতে তাঁর আইনজীবী জানান, ‘‘পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে কিছু উদ্ধার করা হয়নি। উনি কোথাও পালিয়ে যাচ্ছেন না। উনি বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়ার কথাও ভাবছেন। উনি অসুস্থ। বয়সও হয়েছে। এমসের রিপোর্টেও অসুস্থতার কথার উল্লেখ রয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here