নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটঃ গুজরাতের সবরকাঁথা জেলার গাম্ভোই গ্রামে ঘটে গেল এক অবিশ্বাস্যকর ঘটনা। সেখানে এক জন কৃষকের কানে হঠাৎ শিশুর কান্নার আওয়াজ ভেসে উঠলো। তখন চারিদিক তাকাতেই আচমকা ওই কৃষক দেখলেন মাটি থেকে এক সদ্যোজাত শিশুর হাত বেরিয়ে আসছে।
যা দেখে তার চক্ষু একেবারে চড়কগাছ। এরপর তৎক্ষণাৎ হাত দিয়ে মাটি খুঁড়তেই দেখেন, এক সদ্যোজাত শিশুকন্যাকে কেউ বা কারা মাটিতে পুঁতে দিয়েছে। এরপর তড়িঘড়ি ওই সদ্যোজাত শিশুকন্যাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেন।
কৃষকের অভিযোগ, “ওই শিশুকন্যাকে জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়ায় আটকে থাকার কারণে শিশুকন্যাটির শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা গিয়েছে। আপাতত তাকে হাসপাতালের মধ্যে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে শিশুকন্যাটির মা-বাবার খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছেন। এছাড়া শিশুকন্যার মা-বাবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।