নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ আজ গোপন সূত্রে খবর পেয়ে মুম্বই পুলিশের মাদক বিরোধী সেলের আধিকারিকরা পালঘর জেলার নালাসোপারায় মাদক প্রস্তুতকারী একটি সংস্থায় অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৭০০ কিলোগ্রামের বেশী মেফেড্রোন উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ১৪০০ কোটি টাকা। মেফেড্রোনকে সংক্ষেপে এমডি বলা হয়ে থাকে। আবার এই মাদক ‘মিয়াও মিয়াও’ নামে বেশী পরিচিত। এই তল্লাশি অভিযানের সময় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
যাদের মধ্যে চার জন অভিযুক্ত মুম্বইয়ের ও অন্য জন নালাসোপারার বাসিন্দা। মাদক বিরোধী সেলের এক জন আধিকারিক জানান, ‘‘সম্প্রতি মুম্বইয়ে এতো বিপুল পরিমাণের মাদক ধরা পড়েনি।’’