নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দেশ জুড়ে করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও গত ২৪ ঘণ্টায় তা এক ধাক্কায় ১৬ শতাংশ বেড়ে ২০ হাজারের দোরগোড়ায় পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা ১৯ হাজার ৮৯৩ জন।
দেশে দৈনিক করোনা সংক্রমণের তালিকার শীর্ষে কর্ণাটক। যেখানে করোনা সংক্রমিতের সংখ্যা ২ হাজার ১৩৬ জন। আর দিল্লিতে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা ২ হাজার ৭৩ জন। মহারাষ্ট্রে করোনা সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৯৩২ জন, কেরলে করোনা সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৪৪৯ জন, তামিলনাড়ুতে করোনা সংক্রমিতের সংখ্যা ১ হাজার ২৮৮ জন।
গুজরাতে করোনা সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৫৯ জন। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমিতের সংখ্যা ৯১১ জন। দেশের দৈনিক সংক্রমণের হার বেড়ে ৪.৯৪ শতাংশ হয়েছে। করোনা সংক্রমিত হয়ে ৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিল্লিতে পাঁচ জন, আসামে চার জন, কেরলে ষোলো জন, পাঞ্জাবে তিন জন, কর্নাটকে দু’জন, চণ্ডীগড়ে এক জন, মহারাষ্ট্রে সাত জন, মেঘালয়ে এক জন।
উত্তরাখণ্ডে তিন জন, জম্মু-কাশ্মীরে এক জন, তামিলনাড়ুতে এক জন, উত্তরপ্রদেশে এক জন, পশ্চিমবঙ্গে চার জন ও হিমাচল প্রদেশে চার জন ব্যক্তি মারা গিয়েছেন। এই নিয়ে গোটা দেশে মৃ্ত্যু হয়েছে ৫ লক্ষ ২৯ হাজার ৯৩ জনের।
গত ২৪ ঘণ্টায় করোনার প্রকোপ থেকে ২০ হাজার ৪১৯ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩৪ লক্ষ ২৪ হাজার ২৯ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ। এখনো অবধি দেশে ২০৫ কোটি ২২ লক্ষ ৫১ হাজার ৪০৮ জনের ভ্যাক্সিনেশন হয়েছে।