Indian Prime Time
True News only ....

এবার লাম্পি ভাইরাসে আক্রান্ত হচ্ছে গবাদি পশুরা

- Sponsored -

- Sponsored -

ADVERTISMENT

ADVERTISMENT

নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ করোনা ভাইরাস ও মাঙ্কিপক্সের পর এবার লাম্পি ভাইরাসকে ঘিরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে গবাদি পশুরা সংক্রমিত হচ্ছে। এক্ষেত্রে চর্মরোগের প্রকোপ দেখা যাচ্ছে। রাজস্থানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে চার হাজারেরও বেশী গোরুর মৃত্যু ঘটেছে।

সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, রাজস্থানের ১৬ টি জেলায় এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এখনো অবধি অন্তত ৯৪ হাজার গবাদি পশু এই রোগে সংক্রমিত হয়েছে। প্রায় ৭০ হাজার গোরুর চিকিৎসা চলছে। কিন্তু এই ভাইরাসের সূত্রপাত গুজরাত থেকে। আর অন্য রাজ্য থেকে যাতে গোরু না ঢোকে সেই নিয়েও রাজস্থান সরকার তৎপর হয়েছে।

- Sponsored -

- Sponsored -

এই ধরনের সংক্রমণ দূষিত জল থেকে মশা-মাছির মাধ্যমে সংক্রমিত হয় বলে জানা গিয়েছে। এতে মৃত্যুর হার ১.৫ শতাংশ। জালোর, বারমের, বিকানের, যোধপুর এবং গঙ্গানগর জেলায় সবচেয়ে বেশী মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। চুরু, পালি, সিরোহি, অজমের, জয়পুর, উদয়পুর, জয়সলমীর ও হনুমানগড়ে সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored