পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলে এবার পথে নামলো বামেরা

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ নিয়ে বামেরা মালদার ইংরেজবাজারে পথে নামে। সূর্যকান্ত মিশ্র, কনীনিকা ঘোষ ও শতরূপ ঘোষেরা দলীয় নেতা-কর্মীদের সাথে পুরো শহর পরিক্রমা করেন। এছাড়া শহরের ফোয়ারা মোড়ে অবস্থান-বিক্ষোভেও সামিল হন। রাত অবধি এই অবস্থান-বিক্ষোভ চলে।

কেন্দ্র একশো দিনের প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। কিন্তু সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র সে ব্যাপারে রাজ্যের ভূমিকা নিয়ে সমালোচনা করে জানান, ‘‘সব রাজ্যে ১০০ দিনের টাকা বন্ধ হয়নি। দুর্নীতির জন্য শুধু এ রাজ্যেই টাকা বন্ধ হয়েছে।


এ রাজ্য যে সব সম্পদের তালিকা বলেছে বাস্তবে সেগুলির অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। বহু জায়গায় পুকুর-চুরি হয়েছে। এ জন্য কেন্দ্রীয় দল বিভিন্ন জেলায় ঘুরছে। মালদাতেও একাধিক পঞ্চায়েতে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠায় প্রশাসনের তদন্তও চলছে।’’


দলের নেতা-কর্মীদের প্রতি সূর্যকান্ত মিশ্রের পরামর্শ, ‘‘জনপ্রতিনিধি হওয়ার জন্য নয়, মানুষের কাজ করার জন্য বামপন্থীদের জন্ম। মানুষের কাছে পৌঁছতে হবে। ৩৪ বছর বামেরা রাজ্যে ক্ষমতায় ছিল। ৩৪ বছর সব ঠিক ছিল, আমরা কোনোদিন বলিনি। এই বার্তাও মানুষের কাছে পৌঁছাতে হবে। ইতিহাস তিলে তিলে গড়তে হয়। তাই আমরা জানি আমাদের আরো বহু দূর যেতে হবে।’’


সূর্যকান্ত মিশ্রের পাল্টা সমালোচনায় তৃণমূলের মালদহের মুখপাত্র শুভময় বসু বলেন, ‘‘সূর্যকান্তবাবুরা নিজেদের ভুল বুঝতে পারছেন, ভালো কথা। তবে তাদের ভুল মানুষ কখনো ভুলবেন না।’’ 

পঞ্চায়েত ভোটের আগে, সূর্যকান্ত মিশ্রের বার্তা দলের নেতা-কর্মীরা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন। কারণ, ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে জেলায় ত্রিস্তরে বামেরা কোনো আসন পায়নি। ফলে এদিন বামেদের নেতা-কর্মীরা শহরের রথবাড়ি মোড় থেকে মিছিল করে পুরো শহর পরিক্রমা করেন। পাশাপাশি দুর্নীতির অভিযোগে জেলা পরিষদ কর্তৃপক্ষকেও স্মারকলিপি জমা দেন। 

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031