চয়ন রায়ঃ কলকাতাঃ এবার টেটের চাকরীপ্রার্থীরা নিয়োগের দাবীতে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিন বিক্ষোভকারীরা সল্টলেকের করুণাময়ী থেকে পর্ষদের অফিস অবধি মিছিল করে যান। বিক্ষুব্ধ পরিস্থিতি সামলাতে পুলিশ এলাকায় এলে বিক্ষোভকারীদের পুলিশের সাথেও ধ্বস্তাধ্বস্তি শুরু হয়।
তাদের দাবী, “অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। কারণ ২০১৬ সাল থেকে পরীক্ষা দিয়ে নিয়োগের অপেক্ষা করা হচ্ছে। অথচ পাঁচ বছর কেটে গেলেও নিয়োগ হয়নি। এর মধ্যে প্রশাসনের সাথে আলোচনার বহু অনুরোধ করেও তা সফল না হওয়ায় অবশেষে পথে নামা হয়েছে।”
পর্ষদের দপ্তরের বাইরের ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বিক্ষোভকারীদের পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। তাদের জোর করে বিক্ষোভস্থল থেকে একটি বাসের ভিতর তুলে দেওয়া হয়। তবে বাসের ভিতর থেকেও ওই চাকরীপ্রার্থীরা নিজেদের অভিযোগের কথা বলতে থাকেন।
উল্লেখ্য, এসএসসির মতো টেটেও নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসসিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আন্দোলনকারীদের সাহায্য করার প্রতিশ্রুতি দেন। এসএসসি চাকরীপ্রার্থীদের সাথে এই বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও উপস্থিত ছিলেন।
তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসএসসি আন্দোলনকারীদের নেতার সাথে বৈঠক চলাকালীনই টেট চাকরীপ্রার্থীরা বাইরে হাজির হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। চাকরীপ্রার্থীরা জানাতে থাকে, “অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন এসএসসি আন্দোলনকারীদের নিয়োগে সাহায্যের আশ্বাস দিচ্ছেন তেমনই টেটের চাকরীপ্রার্থীদের সাথে বৈঠক করে চাকরী দেওয়ার বিষয়ে উদ্যোগী হোক।”