চয়ন রায়ঃ কলকাতাঃ এসএসসি দুর্নীতি মামলায় ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) জেলায় জেলায় হানা দিচ্ছে। আজ সকালবেলা ইডির ছ’টি গাড়ি সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যায়। সূত্রের খবর, এদিন ইডি বীরভূম, উত্তর চব্বিশ পরগণার মতো বেশ কয়েকটি জেলায় হানা দিতে পারে।
এদিন সকাল সকাল ইডি শান্তিনিকেতনে পৌঁছে যায়। আর গতকাল রাতেরবেলাই ইডির একটি দল সেখানে পৌঁছে গিয়েছিল। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারীর পর একাধিক জায়গায় তাঁর নামে-বেনামে প্রচুর সম্পত্তি পাওয়া গেছে। এবার শান্তিনিকেতনে পার্থ চট্টোপাধ্যায়ের বিভিন্ন বাড়ি তল্লাশি হতে পারে।
তার মধ্যে প্রথমেই শান্তিনিকেতন। এখানে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নামে বিশাল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গেছে। ইতিমধ্যে ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে হানা দিয়েছেন।