মিনাক্ষী দাসঃ মহিলাদের জীবনে মা হওয়া এক বড়ো স্বপ্ন। প্রত্যেক গর্ভবতী মহিলা চান তার সন্তান দশ জনের এক জন হোক। তাই সন্তানের জন্য যা কিছু ভালো এক জন গর্ভবতী মা তাই করে থাকেন।
আর জ্যোতিষ শাস্ত্রে এমন বেশ কিছু টোটকার কথা বলা হয়েছে যা গর্ভবতী অবস্থায় মেনে চলতে পারলে সন্তান বহু গুণের অধিকারী হবে। এখন চটপট দেখে নেওয়া যাক কি এই টোটকা!!
১) গর্ভবতী অবস্থায় সন্ধ্যাবেলায় খাবার খাওয়া যাবে না।
২) গর্ভবতী অবস্থায় যত বেশী সম্ভব হাল্কা রং ব্যবহার করা উচিত।
৩) গর্ভবতী অবস্থায় প্রতিদিন একটু করে ঈশ্বরের বই পড়া উচিত।
৪) গর্ভবতী অবস্থায় স্বামী-স্ত্রীকে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাতে হবে।
৫) গর্ভবতী অবস্থায় নিজের কাছে সব সময়ে তামা বা লোহার কোনো জিনিস রাখতে হবে।
৬) গর্ভবতী মহিলার ঘরে ময়ূরের পালক রাখা গর্ভস্থ শিশুর জন্য খুবই মঙ্গলের বলে মানা হয়।
৭) গর্ভবতী মহিলার ঘরে নাড়ুগোপালের ছবি এমন জায়গায় রাখতে হবে যেন সব সময়ে চোখে পড়ে।
৮) গর্ভবতী মহিলার ঘরে কোনো প্রকার হিংসা-বিদ্বেষজনক ছবি রাখা যাবে না। যা মনের উপর প্রভাব ফেলে।
৯) গর্ভবতী মহিলার ঘুমানোর সময়ে অবশ্যই চুল বেঁধে নেওয়া উচিত। এই অবস্থায় চুল খোলা রাখতে নেই।
১০) গর্ভবতী মহিলা যে বিছানায় ঘুমান, সেই বিছানার নীচে কোনোরকম আবর্জনা বা ভাঙা জিনিসপত্র রাখা যাবে না।