নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের বোলপুর থানার অন্তর্গত বেরু গ্রামে টাকা চাইতে গিয়ে স্ত্রীকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করলেন স্বামী। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি লক্ষ্মীরাম টুডু নিজের মাঠের ধান বিক্রি করেন। কিন্তু স্ত্রী পানমণি সেখান থেকে সংসার খরচের জন্য টাকা চাইলে লক্ষ্মীরামবাবু তা দিতে রাজি হননি। ফলে স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড বচসা শুরু হলে আচমকা বচসার সময়ই লক্ষ্মীরামবাবু পানমণি দেবীর উপর কোদাল নিয়ে চড়াও হয়ে ক্রমাগত কোপাতে শুরু করলে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বোলপুর থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। আর এরপরই লক্ষ্মীরামবাবুকে গ্রেফতার করেন।