মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ শিক্ষকতা করতে গিয়ে নবম শ্রেণীর একজন ছাত্রীকে একাধিক বার যৌন হেনস্থার অভিযোগ উঠেছে অলীক বিশ্বাস নামে উত্তর চব্বিশ পরগণার গোপালনগরের একজন গৃহশিক্ষকের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অলোকবাবু একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার পাশাপাশি গৃহশিক্ষকতাও করতেন। চলতি বছরের জানুয়ারী মাস থেকে ওই ছাত্রীর বাড়িতে টিউশন পড়াতে যেতেন। সেখানে দিনের পর দিন তাকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ উঠেছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, ফাঁকা ঘরে একা পেয়ে বেশ কয়েক বার তাদের ওই নাবালিকা মেয়েকে ধর্ষণ করেন। প্রথমে সে ভয়ে ও সঙ্কোচে নিজে থেকে কাউকে বলতে পারেনি। কিন্তু বেশ কিছু দিন যাবৎ আচার-ব্যবহারে কিছু অসঙ্গতি নজরে আসে।
এরপর তাকে জিজ্ঞাসা করলে সমস্ত বিষয় স্পষ্ট ভাবে জানা যায়। তারপর পরিবারের তরফ থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলে পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে অলোকবাবুর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে এদিন বনগাঁ মহকুমা আদালতে পাঠান৷